ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 86টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 8 এর 9
প্রশ্ন - সাধারণ ধারনায় ইতিহাস কি?

(A) অতীতের কথা
(B) রাজনীতি
(C) দেশীয় সাহিত্য
(D) বর্তমান কথা

উত্তর: (A) অতীতের কথা
প্রশ্ন - বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?

(A) ১লা মে, ১৯২৩
(B) ১২ ই জানুয়ারি, ১৯৯৮
(C) ৫ ই জুন, ১৯৭৪
(D) কোনটাই নয়

উত্তর: (C) ৫ ই জুন, ১৯৭৪
প্রশ্ন - ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা কে বলেছে?

(A) ট্রাভেলিয়ান
(B) বিউরি
(C) র‍্যাঙ্কে
(D) ই. এইচ. কার

উত্তর: (B) বিউরি
প্রশ্ন - ইতিহাস চর্চাকারী ব্যক্তি কি নামে পরিচিত?

(A) নৃ – তাত্ত্বিক
(B) ভূ – তত্ত্ববিদ
(C) ঐতিহাসিক
(D) প্রত্নতাত্ত্বিক

উত্তর: (C) ঐতিহাসিক
প্রশ্ন - ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা কে?

(A) ই. এইচ. কার
(B) মার্ক ব্লখ
(C) রণজিৎ গুহ
(D) ই. পি. থমসন

উত্তর: (D) ই. পি. থমসন
প্রশ্ন - ইতিহাসের জনক নামে কে পরিচিত ?

(A) থুকিডিডিস
(B) জোশেফাস
(C) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস
(D) হেরোডোটাস

উত্তর: (D) হেরোডোটাস
প্রশ্ন - ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

(A) ১৯৮০ খ্রিস্টাব্দে
(B) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(C) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(D) ১৯৮৮ খ্রিস্টাব্দে

উত্তর: (C) ১৯৭৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন - কাকে ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক বলে?

(A) অমলেশ ত্রিপাঠী
(B) রণজিৎ গুহ
(C) জ্ঞানেন্দ্র পাণ্ডে
(D) রামচন্দ্র গুহ

উত্তর: (B) রণজিৎ গুহ
প্রশ্ন - ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কবে?

(A) ১৯৮২ খ্রিস্টাব্দে
(B) ১৯৯০ খ্রিস্টাব্দে
(C) ১৯৭০ খ্রিস্টাব্দে
(D) ১৯৬০ খ্রিস্টাব্দে

উত্তর: (A) ১৯৮২ খ্রিস্টাব্দে
প্রশ্ন - “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি লিখেছেন -

(A) রামচন্দ্র গুহ
(B) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(C) সৌভিক লাহা
(D) বোরিয়া মজুমদার

উত্তর: (B) কৌশিক বন্দ্যোপাধ্যায়