ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 86টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 7 এর 9
প্রশ্ন - রসগোল্লার আবিস্কারক -

(A) হারাধন মইরা
(B) হরিপদ মোদক
(C) হরিদাস ভৌমিক
(D) হরিদাস মোদক

উত্তর: (A) হারাধন মইরা
প্রশ্ন - নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -

(A) ১৯৪০ এর দশকে
(B) ১৯৫০ এর দশকে
(C) ১৯৬০ এর দশকে
(D) ১৯৯০ এর দশকে

উত্তর: (C) ১৯৬০ এর দশকে
প্রশ্ন - প্রথম মহিলা ডাক্তার ছিলেন -

(A) কাদম্বিনী গাঙ্গুলি
(B) স্বর্ণকুমারী দেবী
(C) অবলা বসু
(D) চন্দ্রমুখী বসু

উত্তর: (A) কাদম্বিনী গাঙ্গুলি
প্রশ্ন - ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে -

(A) ঐতিহাসিক
(B) সিস্টোরিয়া
(C) হিস্টোরিয়া
(D) প্রাগৌতিহাসিক

উত্তর: (C) হিস্টোরিয়া
প্রশ্ন - 'খেলা যখন ইতিহাস' গ্রন্থটি রচনা করেন -

(A) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(B) বোরিয়া মজুমদার
(C) রূপক সাহা
(D) গৌতম ভট্টাচার্য

উত্তর: (A) কৌশিক বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন - ইতিহাস বলা হয়

(A) ভবিষ্যৎ – বিশ্লেষণ
(B) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
(C) অতীতের বাস্তবতার অনুসন্ধান
(D) কোনোটিই নয়

উত্তর: (C) অতীতের বাস্তবতার অনুসন্ধান
প্রশ্ন - ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থটি হল

(A) রামায়ণ
(B) মহাভারত
(C) বেদ
(D) রাজ তরঙ্গিনী

উত্তর: (D) রাজ তরঙ্গিনী
প্রশ্ন - আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম কোন সালে পালিত হয়?

(A) ১৭৬৫
(B) ১৯৭৬
(C) ১৯৭৫
(D) ১২৪৫

উত্তর: (C) ১৯৭৫
প্রশ্ন - আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

(A) সংবাদপত্র
(B) ব্যক্তিগত পত্র
(C) স্মৃতিকথা
(D) সরকারি নথিপত্র

উত্তর: (D) সরকারি নথিপত্র
প্রশ্ন - ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত

(A) পুনাতে
(B) দিল্লিতে
(C) নাগপুর
(D) কলকাতাতে

উত্তর: (B) দিল্লিতে