ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)
ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 116টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 11 এর 12
প্রশ্ন - ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি?

(A) রাজ তরঙ্গিনী
(B) মহাভারত
(C) রামায়ণ
(D) বেদ

উত্তর: (A) রাজ তরঙ্গিনী
ব্যাখ্যা: কলহন রচিত রাজ তরঙ্গিনী ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে ধরা হয়।
প্রশ্ন - ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়-

(A) দুই ভাগে
(B) তিন ভাগে
(C) চার ভাগে
(D) পাঁচ ভাগে

উত্তর: (C) চার ভাগে
ব্যাখ্যা: ধ্রুপদী নৃত্যকে চার ভাগে বিভক্ত করা হয়।
প্রশ্ন - ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন-

(A) ইংরেজরা
(B) পর্তুগিজরা
(C) ওলন্দাজরা
(D) ফরাসিরা

উত্তর: (A) ইংরেজরা
ব্যাখ্যা: ঔপনিবেশিক আমলে ইংরেজরা ফুটবল চালু করেন।
প্রশ্ন - মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-

(A) ১৮৯০
(B) ১৯১১
(C) ১৯১৮
(D) ১৯০৬

উত্তর: (B) ১৯১১
ব্যাখ্যা: ১৯১১ সালে মোহনবাগানের ঐতিহাসিক জয়।
প্রশ্ন - বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল-

(A) বামাবোধিনী
(B) পাক প্রণালী
(C) পাক রাজেশ্বর
(D) আমিষ নিরামিষ

উত্তর: (C) পাক রাজেশ্বর
ব্যাখ্যা: খাদ্য প্রণালী সংক্রান্ত প্রথম বই।
প্রশ্ন - ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়-

(A) বোম্বে থেকে থানে
(B) দিল্লি থেকে থানে
(C) বোম্বে থেকে দিল্লি
(D) দিল্লি থেকে কলকাতা

উত্তর: (A) বোম্বে থেকে থানে
ব্যাখ্যা: ১৮৫৩ সালে প্রথম রেল বোম্বে-থানে।
প্রশ্ন - আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-

(A) ১৯৭৬
(B) ১৯৭৫
(C) ১৭৬৫
(D) ১২৪৫

উত্তর: (B) ১৯৭৫
ব্যাখ্যা: জাতিসংঘ ঘোষিত প্রথম নারীবর্ষ।
প্রশ্ন - বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-

(A) ১২ জানু ১৯৯৮
(B) ১ মে ১৯২৩
(C) ৫ জুন ১৯৭৪
(D) কোনটাই নয়

উত্তর: (C) ৫ জুন ১৯৭৪
ব্যাখ্যা: UN পরিবেশ দিবস প্রথম পালন।
প্রশ্ন - আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-

(A) সরকারি নথিপত্র
(B) ব্যক্তিগত পত্র
(C) সংবাদপত্র
(D) স্মৃতিকথা

উত্তর: (A) সরকারি নথিপত্র
ব্যাখ্যা: ইতিহাসের প্রধান উৎস সরকারি রেকর্ড।
প্রশ্ন - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সরলাদেবী চৌধুরানী
(C) বিদ্যাসাগর
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর: (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদক।