ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)
ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 116টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 10 এর 12
প্রশ্ন - ১৫) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

(A) কলকাতাতে
(B) দিল্লিতে
(C) পুনাতে
(D) নাগপুর

উত্তর: (B) দিল্লিতে
প্রশ্ন - ১৬) বিপিনচন্দ্র পাল লিখেছেন-

(A) সত্তর বছর
(B) জীবনস্মৃতি
(C) আনন্দমঠ
(D) এ নেশন ইন মেকিং

উত্তর: (A) সত্তর বছর
প্রশ্ন - ১৭) ইন্টারনেট শুরু হয়-

(A) ১৯৮৯
(B) ১৮৯০
(C) ১৯৮৭
(D) ১৯৬৫

উত্তর: (A) ১৯৮৯
প্রশ্ন - ১৮) সোমপ্রকাশ ছিল একটি–

(A) সাপ্তাহিক পত্রিকা
(B) দৈনিক পত্রিকা
(C) মাসিক পত্রিকা
(D) কোনটাই নয়

উত্তর: (A) সাপ্তাহিক পত্রিকা
প্রশ্ন - ১৯) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-

(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনীগ্রন্থ
(D) আত্মজীবনী

উত্তর: (D) আত্মজীবনী
প্রশ্ন - ২০) উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-

(A) মালবিকা কার্যকর
(B) জে কৃষ্ণমূর্তি
(C) জ্যোতিরাও ফুলে
(D) কোনটাই নয়

উত্তর: (B) জে কৃষ্ণমূর্তি
প্রশ্ন - ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-

(A) রনজিত গুহ
(B) অমলেশ ত্রিপাঠী
(C) সুমিত সরকার
(D) রামচন্দ্র গুহ

উত্তর: (A) রনজিত গুহ
ব্যাখ্যা: নিম্নবর্গ ইতিহাস চর্চার পথিকৃত রনজিত গুহ।
প্রশ্ন - পিচঢালা রাস্তা নির্মাণ করেন-

(A) জন ম্যাক্যাডাম
(B) হামফ্রে ডেভি
(C) আইনস্টাইন
(D) জর্জ স্টিফেনশন

উত্তর: (A) জন ম্যাক্যাডাম
ব্যাখ্যা: ম্যাক্যাডাম পদ্ধতিতে রাস্তা নির্মাণ করা হয়।
প্রশ্ন - সংস্কৃতির শহর বলা হয়-

(A) কলকাতাকে
(B) লখনৌকে
(C) সুরাটকে
(D) মুম্বাইকে

উত্তর: (A) কলকাতাকে
ব্যাখ্যা: কলকাতা তার সংস্কৃতিচর্চার জন্য বিখ্যাত।
প্রশ্ন - বাণিজ্য শহর বলা হয়-

(A) মুম্বাইকে
(B) কলকাতাকে
(C) গুজরাটকে
(D) বিহারকে

উত্তর: (A) মুম্বাইকে
ব্যাখ্যা: মুম্বাই ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র।