ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 86টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 3 এর 9
প্রশ্ন - আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-

(A) ১৯৭৬
(B) ১৯৭৫
(C) ১৭৬৫
(D) ১২৪৫

উত্তর: (B) ১৯৭৫
প্রশ্ন - বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-

(A) ১২ ই জানুয়ারি, ১৯৯৮
(B) ১লা মে, ১৯২৩
(C) ৫ ই জুন, ১৯৭৪
(D) কোনটাই নয়

উত্তর: (C) ৫ ই জুন, ১৯৭৪
প্রশ্ন - আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-

(A) সরকারি নথিপত্র
(B) ব্যক্তিগত পত্র
(C) সংবাদপত্র
(D) স্মৃতিকথা

উত্তর: (A) সরকারি নথিপত্র
প্রশ্ন - বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সরলাদেবী চৌধুরানী
(C) বিদ্যাসাগর
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর: (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন - ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

(A) কলকাতাতে
(B) দিল্লিতে
(C) পুনাতে
(D) নাগপুর

উত্তর: (B) দিল্লিতে
প্রশ্ন - বিপিনচন্দ্র পাল লিখেছেন-

(A) সত্তর বছর
(B) জীবনস্মৃতি
(C) আনন্দমঠ
(D) এ নেশন ইন মেকিং

উত্তর: (A) সত্তর বছর
প্রশ্ন - ইন্টারনেট শুরু হয়-

(A) ১৯৮৯
(B) ১৮৯০
(C) ১৯৮৭
(D) ১৯৬৫

উত্তর: (A) ১৯৮৯
প্রশ্ন - সোমপ্রকাশ ছিল একটি–

(A) সাপ্তাহিক পত্রিকা
(B) দৈনিক পত্রিকা
(C) মাসিক পত্রিকা
(D) কোনটাই নয়

উত্তর: (A) সাপ্তাহিক পত্রিকা
প্রশ্ন - জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-

(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনীগ্রন্থ
(D) আত্মজীবনী

উত্তর: (D) আত্মজীবনী
প্রশ্ন - উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-

(A) মালবিকা কার্যকর
(B) জে কৃষ্ণমূর্তি
(C) জ্যোতিরাও ফুলে
(D) কোনটাই নয়

উত্তর: (B) জে কৃষ্ণমূর্তি