ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)
ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 116টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 6 এর 12
প্রশ্ন - পাথরের গড়া কল্পনা ও স্বপ্ন বলা হয় -

(A) তাজমহল
(B) লাল কেল্লা
(C) ভিক্টোরিয়া
(D) আড়াই দরজা

উত্তর: (A) তাজমহল
প্রশ্ন - সোমপ্রকাশ ছিল একধরণের -

(A) মাসিক
(B) সাপ্তাহিক
(C) দৈনিক
(D) পক্ষহিক পত্রিকা

উত্তর: (B) সাপ্তাহিক
প্রশ্ন - সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ________ খেলার সঙ্গে

(A) গানের সঙ্গে
(B) সিনেমার সঙ্গে
(C) শহরের ইতিহাসে
(D)

উত্তর: (B) সিনেমার সঙ্গে
প্রশ্ন - ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন -

(A) পর্তুগিজরা
(B) ইংরেজরা
(C) ওলন্দাজরা
(D) ফরাসিরা

উত্তর: (B) ইংরেজরা
প্রশ্ন - বিপিনচন্দ্র পাল লিখেছেন -

(A) সত্তর বৎসর
(B) জীবনস্মৃতি
(C) আন্দমঠ
(D) এ নেশন ইন মেকিং

উত্তর: (A) সত্তর বৎসর
প্রশ্ন - বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -

(A) উমেশচন্দ্র দত্ত
(B) শিশির কুমার ঘোষ
(C) কৃষ্ণচন্দ্র মজুমদার
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর: (A) উমেশচন্দ্র দত্ত
প্রশ্ন - বামাবোধিনী একটি মহিলা -

(A) দৈনন্দিন পত্রিকা
(B) মাসিক পত্রিকা
(C) সাপ্তাহিক পত্রিকা
(D) বার্ষিক পত্রিকা

উত্তর: (B) মাসিক পত্রিকা
প্রশ্ন - জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি -

(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনী গ্রন্থ
(D) আন্তজীবনী

উত্তর: (D) আন্তজীবনী
প্রশ্ন - দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন -

(A) চলচ্চিত্রের সঙ্গে
(B) ক্রিয়াপ্রতিযোগিতার সঙ্গে
(C) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(D) পরিবেশ ইতিহাসচর্চার সঙ্গে

উত্তর: (A) চলচ্চিত্রের সঙ্গে
প্রশ্ন - বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় -

(A) ১৮৬০ খ্রিস্টাব্দে
(B) ১৮৭০ খ্রিস্টাব্দে
(C) ১৮৬২ খ্রিস্টাব্দে
(D) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তর: (D) ১৮৭২ খ্রিস্টাব্দে