পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়)
ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 51টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 5 এর 6
প্রশ্ন - রেডিও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়-

(A) আয়নোস্ফিয়ার
(B) ট্রপোস্ফিয়ার
(C) স্ট্র্যাটোস্ফিয়ার
(D) এক্সোস্ফিয়ার

উত্তর: (A) আয়নোস্ফিয়ার
ব্যাখ্যা: Radio communication এর জন্য আয়নোস্ফিয়ার ব্যবহৃত হয়
প্রশ্ন - ভ্যান অ্যালেন বিকিরন বলয় দেখা যায়-

(A) আয়নোস্ফিয়ার
(B) ট্রপোস্ফিয়ার
(C) ওজোনোস্ফিয়ার
(D) ম্যাগনেটোস্ফিয়ার

উত্তর: (D) ম্যাগনেটোস্ফিয়ার
ব্যাখ্যা: Van Allen belts ম্যাগনেটোস্ফিয়ারে থাকে
প্রশ্ন - বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হল –

(A) নিউমোকক্কাস
(B) মেথানোজেনিক
(C) ল্যাকটোব্যাসিলাস
(D) সবকটিই

উত্তর: (B) মেথানোজেনিক
ব্যাখ্যা: Methanogenic ব্যাকটেরিয়া বায়োগ্যাস উৎপাদন করে
প্রশ্ন - CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে-

(A) সক্রিয় ফ্লোরিন পরমানু
(B) সক্রিয় ক্লোরিন পরমানু
(C) সক্রিয় হাইড্রোজেন পরমানু
(D) সক্রিয় কার্বন পরমানু

উত্তর: (B) সক্রিয় ক্লোরিন পরমানু
ব্যাখ্যা: CFC বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে
প্রশ্ন - বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর হল-

(A) ট্রপোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তর: (A) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা: ট্রপোস্ফিয়ার সবচেয়ে সক্রিয় স্তর
প্রশ্ন - বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারন হল-

(A) রাসায়নিক বিক্রিয়া
(B) পারমাণবিক বিক্রিয়া
(C) আলোক রাসায়নিক বিক্রিয়া
(D)

উত্তর: (C) আলোক রাসায়নিক বিক্রিয়া
ব্যাখ্যা: ওজোন স্তর আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়
প্রশ্ন - অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসেবে পরিগণিত হবে-

(A) ইথেন হাইড্রেট
(B) মিথেন
(C) মিথেন নাইট্রেট
(D) মিথেন হাইড্রেট

উত্তর: (D) মিথেন হাইড্রেট
ব্যাখ্যা: ভবিষ্যতে মিথেন হাইড্রেট প্রধান শক্তির উৎস হবে
প্রশ্ন - কোনটি ওজোন স্তর ক্ষয় করে না-

(A) Ar
(B) He
(C) CO2
(D) CFC

উত্তর: (C) CO2
ব্যাখ্যা: CO2 ওজোন ক্ষয় করে না
প্রশ্ন - নীচের জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপনমূল্য সর্বাধিক?

(A) কেরোসিন
(B) গ্যাসোলিন
(C) হাইড্রোজেন
(D) মিথেন

উত্তর: (C) হাইড্রোজেন
ব্যাখ্যা: হাইড্রোজেন তাপমাত্রার দিক থেকে সর্বোচ্চ
প্রশ্ন - বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল-

(A) পাইন
(B) সাইকাস
(C) সুন্দরী
(D) জ্যাট্রোফা

উত্তর: (D) জ্যাট্রোফা
ব্যাখ্যা: Jatropha উদ্ভিদ বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত হয়