পরিবেশের জন্য ভাবনা (প্রথম অধ্যায়)
ওয়েলকাম নূর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল _ Welcome Noor Communication Skill Development Council.
লোড হচ্ছে...

এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ার্ড লিখে সার্চ করে আপনার প্রশ্ন খুঁজে বাহির করুন।

মোট 51টি প্রশ্ন পাওয়া গেছে - পৃষ্ঠা 1 এর 6
প্রশ্ন - কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?

(A) CH4
(B) CO2
(C) N2O
(D) O2

উত্তর: (D) O2
ব্যাখ্যা: O2 গ্রিনহাউস গ্যাস নয়
প্রশ্ন - ওজোনস্তর বায়ুমন্ডলের কোথায় অবস্থিত ?

(A) ট্রোপোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার

উত্তর: (B) স্ট্র্যাটোস্ফিয়ার
ব্যাখ্যা: ওজোনস্তর মূলত স্ট্র্যাটোস্ফিয়ায় থাকে
প্রশ্ন - কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?

(A) কয়লা
(B) পেট্রোল
(C) ডিজেল
(D) কাঠ

উত্তর: (D) কাঠ
ব্যাখ্যা: কাঠ জীবাশ্ম জ্বালানি নয়
প্রশ্ন - ওজনস্তরের ঘনত্ব পরিমাপের একক হল-

(A) cm
(B) DU
(C) Hz
(D) dB

উত্তর: (B) DU
ব্যাখ্যা: ওজনস্তরের ঘনত্ব DU এককে পরিমাপ করা হয়
প্রশ্ন - বায়োগ্যাসের মূল উপাদান হল-

(A) CH4
(B) CO2
(C) H2
(D) CH3–CH2–CH3

উত্তর: (A) CH4
ব্যাখ্যা: বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4)
প্রশ্ন - গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?

(A) N2O
(B) CH4
(C) CO2
(D) জলীয় বাস্প

উত্তর: (C) CO2
ব্যাখ্যা: CO2 সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে
প্রশ্ন - নীচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?

(A) NO
(B) NO2
(C) CFC
(D) CO2

উত্তর: (D) CO2
ব্যাখ্যা: CO2 ওজন স্তর ক্ষয়ে সরাসরি সহায়ক নয়
প্রশ্ন - জলা ভূমিতে উৎপন্ন মার্স গ্যাস প্রকৃতপক্ষে হল-

(A) CO2
(B) CHCl3
(C) CH4
(D) N2O

উত্তর: (C) CH4
ব্যাখ্যা: জলা ভূমিতে মূলত CH4 উৎপন্ন হয়
প্রশ্ন - অচিরাচরিত শক্তির উৎস হল-

(A) পেট্রোল
(B) কেরোসিন
(C) বায়োগ্যাস
(D) কয়লা

উত্তর: (C) বায়োগ্যাস
ব্যাখ্যা: বায়োগ্যাস অচিরাচরিত শক্তির উৎস
প্রশ্ন - নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?

(A) N2
(B) O2
(C) CH4
(D) He

উত্তর: (C) CH4
ব্যাখ্যা: CH4 দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি শোষণ করে